উত্তর খৈশাইরে থমথমে অবস্থা ‘; নৌকা-কেটলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

নারায়ণগঞ্জ১ রূপগঞ্জ আসনের উত্তর খৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেটলি মার্কায় ভোট দেওয়ায় স্থানীয়এক যুবককে মারধর করে নৌকার সমর্থকরা।এর পরে নৌকা ওকেটলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতিনিয়ন্ত্রনে পুলিশের পক্ষ থেকে গুলিরঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষথেমে গেলেও উত্তর খৈশাইরে থমথমে অবস্থা বিরাজ করছে।

জানাযায়, রূপগঞ্জ১ আসনের সংসদীয় নির্বাচনের প্রার্থী শাহজাহান ভূইয়াকে ভোট দেওয়া বেলা১১টায় মইজ উদ্দিন সরকারেরছেলে আক্তার হোসেনকে (৩০) মারধর করেআহত করে গাজী গোলামদস্তগীরের সমর্থকরা। উত্তর খৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ৫০ফিটের মধ্যে এ ঘটনা ঘটে। এঘটনার পর উত্তপ্ত হয়েওই কেন্দ্রের পরিবেশ। তবে, বিজিবির টহল গাড়ি আসলেনৌকার সমর্থকরা স্থান ত্যাগ করে।

এদিকে, দুপুর সোয়া ১২টায় গোলামদস্তগীর গাজীর সমর্থকরা আরো একজন ভোটারকেভোট দিতে বাদ দেয়।এতে পুনরায় পরিস্থিতি খারাপ হয়। উভয় পক্ষসংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কেটলির৬-৭ জন সমর্থকআহত হয়। পরে পরিস্থিতিনিয়ন্ত্রনে পুলিশও অ্যাকশানে যায়। বর্তমানে সংঘর্ষথামলেও নির্বাচনী এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

সাধারণভোটারদের জোড়পূর্বক নৌকামার্কায় ভোট প্রদান বাধ্যকরার অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণের আবেদনকরেছেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূঁইয়া। এ সংক্রান্ত একটিআবেদন কেন্দ্রটির প্রেজাইডিং অফিসারের কাছে দেওয়া হয়েছে।কিন্তু প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্টদের বের হতে দিচ্ছেনা।

কেটলিপ্রার্থীর এজেন্ট রফিক উল্লা বলেন, সকাল থেকে এই কেন্দ্রেসুষ্ঠভাবে ভোট হচ্ছে। কিন্তুনৌকার সমর্থকরা ভোটারদের আটকাতে মরামারি শুরু করে। বিজিবির টহল টিম আসলেতারা কেন্দ্রের সামনে থেকে সরে যায়।টহল টিম চলে যাওয়ারপর তারা আবারো সন্ত্রাসীকার্যক্রম শুরু করে।

তিনিবলেন, এ কেন্দ্রে শাহজাহানভূইয়ার ভোটার বেশি। তাই ইচ্ছাকৃত ভাবেইতারা ভোটের পরিবেশ নষ্ট করতে হামলাচালায়। তবে, কেন্দ্রে প্রবেশকরে নাই। এখন আমাদেরপ্রার্থী ভোট স্থগিতের আবেদনকরেছে। তিনি আমাদের কেন্দ্রথেকে বের হয়ে যেতেবলেছে। কিন্তু প্রিজাইডিং অফিসার বের হতে দিচ্ছেনা।

কেটলিরআরেক পোলিং এজেন্ট বলেন, ভোট দিয়ে বেরহওয়ার পর দেশীয় অস্ত্রনিয়ে এক ভোটারের উপরহামলা করে। এ ঘটনায়হাইজুল ইসলাম নামে একজন ভোটারেরমাথা ফেঁটে গেছে। সাত্তার, সোহেল ও আল-আমিনসহ৭-৮ জন হামলাকরে।

তিনিবলেন, পুলিশের পক্ষ থেকে কোনব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং তারাআমাদের ছত্রভঙ্গ করতে আমাদের উপর১০-১২ রাউন্ড গুলিকরেছে।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার মো: আশরাফুল আলমদিদ্দিকী বলেন, ভোট সুষ্ঠ ভাবেহয়েছে। হঠাৎ কেন্দ্রের বাহিরেগন্ডগল হয়েছে। এতে নির্বাচনে প্রভাবপড়বে না, প্রশাসন তদারকিকরছে।

কেটলিএজেন্টদের কেন বের হতেদেওয়া হচ্ছে না- এমন প্রশ্নেতিনি বলেন, যে কেউেই বেরহয়ে যেতে পারে। তাতেকোন বাঁধা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights