উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের**

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র তিন বছর পর সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০২১ সালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির হামলার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সম্প্রতি, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম বিক্রি শুরু করবে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ইরান ও ইজরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে বাইডেন সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে, ২০১৫ সালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সেনাবাহিনী আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছিল। সেই হামলায় বহু শিয়া জনগোষ্ঠীর সাধারণ নাগরিক নিহত হন। ফলে ২০২১ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন সরকার।

তবে, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে সৌদির যুদ্ধবিরতির পর, সৌদি আরবের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ হয়। এর প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বিক্রির নীতি সংশোধন করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

এদিকে, চীনের পশ্চিম এশিয়া কূটনৈতিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বেড়েছে, যা এই অঞ্চলে নতুন কৌশলগত অবস্থান নিতে বাধ্য করছে ওয়াশিংটনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights