উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে ধর্মপুরে উঠান বৈঠক
ফেনী প্রতিনিধি
উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে ফেনীতে ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা পুরাতন আশ্রয়ণ প্রকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন, ফেনী জেলা সমাজসেবা অফিস উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামশুল আরেফীন, জেলা পরিসংখ্যান সহকারী মোহাম্মদ সাইফুল ইসলাম সর্বসাধারণকে বিভিন্ন বিষয়ে উপদেশ ও পরামর্শ প্রদান করেন। তথ্য অফিসের উচ্চমান সহকারী অনিল কুমার আসাম ও স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল মান্নানও এসময় বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে সীমন্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে আহবান জানান। মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন। পাশাপাশি গ্রামীন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক নানা সরকারি পদক্ষেপ তুলে ধরেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুক ও বাল্যবিবাহের প্রচলন নিরুৎসাহিতকরণ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা, শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। এসময় গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ সমূহ আলোচনা করেন।