‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’
দিনাজপুর প্রতিনিধি
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি-জামায়াতের তলাবিহীন বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন কোনো সেক্টর নেই যে, উন্নয়ন হয়নি। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জনগণের সরকার। বিএনপি-জামায়াত এদেশকে আবারও অস্থিরতা সৃষ্টি করছে। অবরোধ-হরতালের নামে মানুষ হত্যা করছে। অগ্নিসন্ত্রাসী করে বাংলাদেশের মানুষের জানমালের ক্ষতিগ্রস্থ করছে। ঐক্যবদ্ধভাবে সকলকে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার এলজিইডি’র বাস্তবায়নে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা প্রকৌশলী নিতীশ চন্দ্র সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহার হোসেন, পৌর কৃষকলীগের আহ্বায়ক ফয়সল হাবিব সুমন, সদস্য সচিব আবু রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. রাইসুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।