ঋণখেলাপিরা ভিআইপি হিসেবে যাতায়াত করেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক একীভূতকরণের মাধ্যমে সংকট নিরসনের যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তা ইতিবাচক হলেও প্রক্রিয়াটি জটিল। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্থিক তছরুপকারী দুর্বল ব্যাংকের মালিকরা যাতে পার না পেয়ে যান তা খেয়াল রাখতে হবে। ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে। তবে এদেশে ঋণখেলাপিরা ভিআইপি হিসেবে যাতায়াত করেন। গতকাল রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করবে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্বল ব্যাংকের সংকট কাটাতে গিয়ে সবল ব্যাংক যেন দুর্বল ব্যাংকে পরিণত না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। পৃথিবীর অনেক দেশে ঋণখেলাপিদের সামাজিকভাবে বর্জন করা হয়। তারা ব্যবসা-বাণিজ্য, বাড়িভাড়া এমনকি পেট্রল পাম্পে তেলও নিতে পারে না। অথচ আমাদের দেশে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীরা এয়ারপোর্টে ভিআইপি হিসেবে যাতায়াত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights