এই সরকার ব্যর্থ হলে দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বর্তমানে দেশকে সহিংসতা প্রবণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা রুখতে সচেতন মুসলিম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বুধবার বিকালে রাজধানীর মিরপুরে ঢাকা জেলার কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়ার আয়োজনে এই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, এই সরকার ব্যর্থ হলে জাতির ওপর দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে। সকলের প্রতি সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights