একদিনে ৩৯ জনকে ক্ষমা, ১৫০০ অপরাধীর সাজা কমালেন বাইডেন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ মার্কিন নাগরিককে প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন। একইসঙ্গে দেড় হাজার অপরাধীর সাজা কমিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবারের এই ক্ষমাকে ‘একদিনে সর্বোচ্চ ক্ষমা’র রেকর্ড হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। তবে এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, অভিশংসনের ক্ষেত্র ছাড়া দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

এর আগে বাইডেন গতমাসে তার ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্তে ক্ষমা করে মামলার সাজা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এ পদক্ষেপ নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। এরপর হান্টার বাইডেনের মতো আরও অনেককেই ক্ষমা করে দেওয়ার জন্য বিদায়ের আগে তার ওপর চাপ বেড়েছে। আগামী কয়েকসপ্তাহে এমন আরও পদক্ষেপ নেওয়া এবং ক্ষমার আবেদন পুনপর্যালোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অহিংস অপরাধী ও মাদক অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কমিয়েছেন এবং মওকুফ করেছেন। যারা অনুশোচনা ও পুনর্বাসিত হওয়ার ইচ্ছা দেখিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্রের দৈনন্দিন জীবনে অংশগ্রহণ ও সম্প্রদায়ের প্রতি অবদান রাখার সুযোগ করে দিয়েছেন।

সাজা কমানোর ব্যাপারে বাইডেন মনে করেন, অনেককে মাত্রাতিরিক্ত সাজা দেওয়া হয়েছে, যা অনুচিত। এজন্য তাদের ক্ষমা হ্রাস করা হয়েছে। সামনের দিনগুলোতে এমন আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার প্রথম দিনেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করে দেবেন। এতে যুক্তরাষ্ট্রে আরও অনেক ব্যক্তির সাজা মওকুফের আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights