একযুগ পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু
নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু একযুগ পর দেশে ফিরেছেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী রিবলুকে অভ্যর্থনা জানান।
২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শফিকুল ইসলাম রিবলুর বাম চোখ নষ্ট হয়ে যায়।