একযুগ পর রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি!

অনলাইন ডেস্ক

ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। সময়ের সেরা এই ব্যাটারকে সমালোচনাও সহ্য করতে হচ্ছিল সেই কারণে। কঠোর অবস্থানে চলে গিয়েছিল বোর্ডও। যে কারণে শেষমেশ একরকম বাধ্য হয়ে ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে ফিরতে হচ্ছে কোহলিকে।

শেষবার ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণীর টুর্নামেন্টে কোহলি খেলেছিলেন সেই ২০১২ সালে। এ দফায় কোহলি ফের ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন একযুগ পর। সব ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপপর্বের শেষ রাউন্ডে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে দেখা যাবে কোহলিকে। যা নিশ্চিত করেছে দিল্লির প্রধান কোচ সরনদীপ সিং।

২৩ জানুয়ারি রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নামার গুঞ্জন ছিল কোহলিকে নিয়ে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। বিসিসিআইকে তিনি জানিয়েছিলেন ঘাড়ের চোটে পড়েছেন তিনি। যদিও এই ম্যাচে কোহলি না থাকলেও ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। তাই বাধ্য হয়ে দিল্লির পরের ম্যাচে রেলওয়ের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে কোহলিকেও।

ভারতীয় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের হঠাৎ ঘরোয়া ক্রিকেটে ফেরার নেপথ্যে রয়েছে বিসিসিআই ও প্রধান কোচ গৌতম গম্ভীর। সবশেষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারায় ক্রিকেটারদের নিয়ে কঠোর অবস্থানে বোর্ড। জারি করেছে বেশ কিছু বিধিনিষেধ। যা না মানলে আইপিএল দল না পাওয়াসহ শাস্তির মুখে পড়তে হতে পারে ক্রিকেটারদের। যে কারণে একরকম বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে ফিরতে হচ্ছে এসব জাতীয় দলের তারকা ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights