এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ছাড়াল মোদির ফলোয়ার

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বেড়েই চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে এবার মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের মালিক হলেন তিনি।

এক্স (সাবেক টুইটার) এ যুক্ত হওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন ভারতের টানা তিনবারের প্রধানমন্ত্রী মোদি। এর মধ্য দিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক হলেন তিনি।

এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন পার করলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে।
তথ্যানুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন মোদি। পরবর্তীতে ইলন মাস্কের মালিকানায় চলে যাওয়ার পর সেই টুইটার হয়ে এক্স। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে মোদির ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এই সংখ্যা পৌঁছায় ৬০ মিলিয়নে।

এদিকে, ভারতের লোকসভার বিরোধীনেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা মাত্র ২৬.৪ মিলিয়ন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights