এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালাল হিজবুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
বুধবার রাতে এক বিবৃতিতে এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে ড্রোনের একটি স্কোয়াড্রন পাঠিয়েছে।
তবে এই হামলায় হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনও খবর ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এর আগেও হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলার দাবি করেছিল। যার মধ্যে একটি ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছের নৌঘাঁটি এবং আরেকটি তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘাঁটি লক্ষ্য করে হয়েছে। যদিও ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি।
এদিকে হিজবুল্লাহর আক্রমণের পরপর বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।
তার আগে গত বুধবার ইসরায়েলের হামলায় লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এবং বালবেক শহরে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে। এছাড়া ওই হামলায় অন্তত ৫৩ জন আহত হয়েছে। সূত্র: আল-জাজিরা