এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

অনলাইন ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর আলমগীর হোসেন (৫৯) নামে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন।

৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান আলমগীর। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights