এক মিনিট অন্ধকারে রইল সারা দেশ

অনলাইন ডেস্ক

গণহত্যা দিবসে (২৫ মার্চ) এক মিনিট অন্ধকারে (ব্ল্যাকআউট) রইল সারা দেশ। সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত এ ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হয়। পুরো দেশ এক মিনিট অন্ধকারে থাকলেও কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। ‘অপারেশন সার্চলাইট’ এর নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে গণহত্যার মাধ্যমে ওই রাতে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। বাঙালি গর্জে ওঠে। সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights