এখন থেকে সব মার্কিন উস্কানির জবাব দেওয়ার ঘোষণা রাশিয়ার

মার্কিন গোয়েন্দা ড্রোন বিধ্বস্তের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে। কৃষ্ণসাগরের আকাশে রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা।

এদিকে, এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ধরনের উস্কানির জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এখন থেকে ওয়াশিংটনের সকল উস্কানিমূলক তৎপরতার পাল্টা জবাব দেওয়া হবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ক্রিমিয়া উপকূলের কাছে মার্কিন পাইলটবিহীন বিমানগুলোর উড্ডয়ন একটি উস্কানিমূলক তৎপরতা, যা কৃষ্ণসাগরের পরিস্থিতিকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া মোটেও সেরকম কিছু চায় না, কিন্তু প্রতিটি উস্কানিমূলক তৎপরতার আনুপাতিক জবাব দেওয়ার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে বিপজ্জনকভাবে আঘাত করে এবং ড্রোনের ওপর জ্বালানি তেল ঢেলে দেয়। এক পর্যায়ে ড্রোনটি বিধ্বস্ত হয়।

তবে রাশিয়া মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির যুদ্ধবিমান ড্রোনটিকে বিধ্বস্ত করার কোনও চেষ্টা করেনি বরং ড্রোনটি ‘দ্রুতগতিতে বাঁক নিতে গিয়েই’ সম্ভবত বিধ্বস্ত হয়েছে। সূত্র: ডেইলি টাইমস, এনবিসি নিউজ, সিজিটিএন, ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights