এদেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেরই সমান অধিকার রয়েছে : ইকবাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেরই সমান অধিকার রয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের হিন্দু ধর্মাবলম্বীদের তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু তাদের ন্যায্য অধিকার দেয়নি।

সোমবার কিশোরগঞ্জের বাজিতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান ইকবাল বলেন, এখন সময় হয়েছে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাজিতপুর শ্রী শ্রী হরিসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ইন্দ্রজিৎ দাস। আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, এহসান কুফিয়া ও জহিরুল হক কাজল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights