‌‘এবারের বিপিএল বেশি ভালো লেগেছে’

অনলাইন ডেস্ক

বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘুরেছে পেন্ডুলামের মতো। লড়াইয়ে কখনো এগিয়েছে সিলেট আবার কখনও কুমিল্লা। শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের দল। তবে একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ায় এবারের বিপিএলকে বাকি আসরের তুলনায় এগিয়ে রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের পাপন বলেন, বিপিএল নিয়ে আমরা কখনো লাভের কথা চিন্তা করিনি। যেহেতু আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ হয় না। তাই চেষ্টা থাকে এটাই ভালোভাবে করার। বিপিএল আমার কাছে খুবই ভালো লাগে। এবার একটা চ্যালেঞ্জ ছিল। টুর্নামেন্টের সঙ্গে যারা জড়িত, তারা যে চ্যালেঞ্জ হিসেবে এটা সুন্দরভাবে শেষ করল তাতে আমি খুবই খুশি। আমি ব্যক্তিগতভাবে যতগুলো খেলা দেখেছি, তাতে এবারের বিপিএল আরও বেশি ভালো লেগেছে। কারণ এতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খুব কম দেখেছি।

বিপিএলে এবার আলো ছড়িয়েছেন দেশি ক্রিকেটাররা। ৫১৬ রান করে টুর্নামেন্ট-সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৭ উইকেট নিয়ে সেরা বোলার তানভীর ইসলাম। পাপনের দাবি কেউ ধারণাই করতে পারেনি তারা সেরার কাতারে থাকবেন।
বিসিবি সভাপতি বলেন, প্রথম কথা হচ্ছে বোলিংয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকারী বাংলাদেশের-হাসান মাহমুদ ও তানভীর। সর্বোচ্চ রানসংগ্রাহকে সবাই বাংলাদেশি। যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানে, অবশ্যই বিদেশি ভালো খেলোয়াড়রা যে সবসময় এসেছে তা না, কিন্তু আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে একটা টুর্নামেন্ট কতটা ভালো হতে পারে, কতটা জমজমাট হতে পারে, এদেশের মানুষ কতটা সমর্থন করতে পারে, এটা আমি প্রথম দেখলাম। কারও ধারণাই ছিল না শান্ত, তৌহিদ হৃদয়, জাকিরের মতো খেলোয়াড়রা সেরা খেলোয়াড় হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights