এবার মালদ্বীপের উপকূলে ইসরায়েলের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা: রিপোর্ট

অনলাইন ডেস্ক

এবার লোহিত সাগর থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরবর্তী মালদ্বীপের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধ ও বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা হয়।
জর্ডান নিউজ জানিয়েছে, এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলা শিকার হয়। হামলার পর দুটি জাহাজই গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারও হামলার আশঙ্কা থাকায় গতিপথ পরিবর্তন করে।

এই হামলার ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারা রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরায়েল যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন দেয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার। এ পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে কিংবা আটক করেছে। সূত্র: প্রেসটিভি, জর্ডান নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights