এশিয়া কাপ: সুপার ফোর নিশ্চিত করতে ভারতের সামনে যে সমীকরণ
অনলাইন ডেস্ক
ভারতের ইনিংসেও দুইবার হানা দিয়েছিল বৃষ্টি। তবে ইনিংসটা বাধার পরও শেষ হয়। ভারত ২৬৬ রানে অলআউট হয়। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের। কিন্তু লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামার আর সুযোগই হয়নি পাকিস্তানের। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে দুই দলের ১ পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা।
অন্যদিকে, আগের ম্যাচের বড় জয় এবং ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।
নেপালের বিপক্ষে সোমবার (৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ জিতলেই ভারতের সুপার ফোর নিশ্চিত হবে। আর যদি ভারত হেরে যায়, তাহলে দু’পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে যাবে নেপাল। যদিও শক্তিশালী ভারতের বিপক্ষে নেপালের জয় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত-নেপাল ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে রানরেটের হিসেব আসবে।