এস কে সুরের মুদ্রা-স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে থাকবে, খোলা যাবে না ভল্ট

আদালত প্রতিবেদক
সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকার থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশ ছাড়া এটা কেউ খুলতে পারবে না বলেও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন জব্দকৃত এফডিআর, মার্কিন ডলার, ইউরো মুদ্রা এবং স্বর্ণালংকার ট্রেজারি/উপযুক্ত স্থানে রাখার আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি এই লকার জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করলে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে থাকা তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল। সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর নথি পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে দুদক। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights