ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও কর্মচারী কল্যাণ বোর্ডের মহা-পরিচালক (সচিব) কে রাজ দেবত্তোর এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ”
২১ জানুয়ারী শনিবার দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চৌধুরী ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর মহা-পরিচালক (সচিব) মোঃ মোহসিন চৌধুরী। এসময় রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে ট্রাস্টি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহথর নেতৃত্বে কমিটির সদস্যরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলামকে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কাহারোল উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাইম হাসান খান, রাজ দেবোত্তর কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, বিমল চন্দ্র দাস, গপেশ চন্দ্র রায়সহ অতিথিবৃন্দদের সহধর্মীনি উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরির্দশন করার সময় রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ তাদের জানান, যে কান্তজিউ রাজ দেবোত্তর এস্টেটের বহুসম্পত্তি অবৈধ দখলদাররা ভোগ করছে। আপনাদের সহযোগিতায় সেই সমস্ত জমি উদ্ধার করে মন্দিরের উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে আজ্ঞা হয়। ইতিপূর্বে কান্তনগর পর্যটন কেন্দ্রে প্রশাসনিক ভাবে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাউদ্দীন চৌধুরীকে গার্ড অব অনার্র প্রদান করা হয়।