ঐতিহাসিক ৭ মার্চে ফুলপুরে আলোচনা সভা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর পৌরসভা, ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় সকাল ৯টা ২০ মিনিটের সময় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।