কমছে কুয়াশা, বাড়ছে দৃষ্টিসীমা
হিম হাওয়ার কবলে রাজধানীসহ সারা দেশ। দেখা পাওয়া যাচ্ছে না সূর্যের। গত কয়েকদিন ধরে দেশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। তবে আজ সেই তীব্রতা কমেছে, বেড়েছে দৃষ্টিসীমা।
রবিবার (৮ জানুয়ারি) সকালেও কুয়াশায় মোড়া দেশের আকাশ। তবে গত কয়েকদিনের তুলনায় এদিন কুয়াশার দাপট কিছুটা কম। যদিও শীতের তীব্রতা কমেনি একটুও।
তবে রবিবার সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, আপাতত দিনের তাপমাত্রা বাড়ছে। ফলে রবিবার থেকেই দিনের কুয়াশা কমে যাবে, দেখা মিলবে সূর্যের। কিন্তু ১০ অথবা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা আবার কমতে পারে বলেও জানান তিনি।
এদিকে, শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শীত আর কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের ভাসমান মানুষের মধ্যে যারা রাস্তা বা উন্মুক্ত স্থানে থাকেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে।