কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ১
অনলাইন ডেস্ক
ঢাকার কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা শাহজাহানপুর থেকে গাঁজাসহ মো. বায়েজীদ বোস্তামী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানা গেছে।
গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, এক মাদক কারবারি শাহজাহানপুর থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ বায়েজীদকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।