কলাপাড়ায় চিংগরিয়া খালের করণীয় শীর্ষক পরামর্শমূলক সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় আইনী পদক্ষেপ গ্রহণ পরবর্তী চিংগরিয়া খালের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা এর আয়োজন করে। চিংগরিয়া খালের বিভিন্ন দিক নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার নেটওয়ার্ক মেম্বার মেজবাহউদ্দিন মান্নু।

বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও সমাজকর্মী মনোয়ারা বেগম, নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আহবায়ক নাসির তালুকদার, কলাপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার কলাপাড়া নেটওয়ার্ক মেম্বার মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, পরিবেশ কর্মী মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা, চিংগরিয়া খালের সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা, খাল খনন, পরিষ্কার ও দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights