কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মহিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্ণিঝড় কর্মসূচি-সিপিপির সহযোগীতায় বেসরকারি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ আয়োজন করে।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে উপকূলীয় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো.ফজলু গাজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মাসাই কো ইয়োদা।