কলাবাগান মাঠে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
অনলাইন ডেস্ক
রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে জনসভায় আসছেন তারা।
সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভা শুরুর আগে দুপুর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে। মিছিলে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।