কানাডার মন্টিয়েলে বিএনপির মতবিনিময় সভা

কানাডা প্রতিনিধি

কানাডার স্থানীয় সময় সোমবার মন্টিয়েলের একটি রেস্টুরেন্টে কানাডা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও কুইবেক প্রদেশিক শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু, সভা পরিচালনা করেন সাবেক তিনবারের সহ সভাপতি মারিফুর রহমান মারুফ।

সভায় খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
সভায় কানাডা বিএনপির তিনবারের সাবেক সফল সভাপতি ফয়সল চৌধুরীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় অভিনন্দন জানানো হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, উত্তর-দক্ষিণ ইউরোপের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন ও আলবার্টা বিএনপির সভাপতি জাহিদ খান।

সভার শুরুতে স্বাগত স্বাগত বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও দোয়া পরিচালনা করেন কুইবেক বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন ড. আবিদ বাহার, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান নান্টু, আরমান মিয়া মাস্টার, আব্দুর রহিম, কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি শাহাজান হাওলাদার শামীম, নওশাদ উল্লাহ, জোবায়ের আহমেদ, মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, জাসাস সভাপতি সিরাজুল ইসলাম মিজি, আবদুল ওয়াদুধ রোকন, শহীদ ভুইয়া, সুজা চৌধুরী, মাকসুদ আহমেদ, যুবনেতা আব্দুল আজিজ, শিপলু আহমেদ ও রাশেল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights