কালিয়াকৈরে ছয়তলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রি-মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে হযরত ওমর (রা.) ছয়তলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান।

আরও উপস্থিত ছিলেন চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক, ইসলামপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খোরশেদ আলমসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী। পরে আলোচনা শেষে দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights