কালিয়াকৈরে দুই দিন ধরে অবরুদ্ধ একই গ্রামের ৫ পরিবার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় দুই দিন যাবৎ অবরুদ্ধ রয়েছে একই গ্রামের পাঁচটি পরিবার। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

শুক্রবার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় অবরুদ্ধ রয়েছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আনোয়ার ও আফাজ উদ্দিন দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেয়। ফলে বন্ধ হয়ে যায় দীর্ঘদিনের চলাচলের এই রাস্তা।
রাস্তা বন্ধ হওয়ার পর থেকে ওই গ্রামের সিদ্দিকুর রহমান, ছালাম, সফিকসহ পাঁচটি পরিবার গত দুই ধরে অবরুদ্ধ রয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে ছালাম মিয়া কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই সামিয়া রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights