কালিয়াকৈর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন স,ম,আব্দুল হাকিম জিহাদী মোজাদ্দেদী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,পীরজাদা আব্দুল আলীম আল কাদরী আল বৈরাবরী,ফকির মোঃআজিজুর রহমান,মাওলানা আব্দুল মালেক,শাহ আশেক মুর্শেদ ওয়াইছি,আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।পরে মিলাদ কিয়াম শেষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর সফলতায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন চানপুর দরবারের পীর শাহ সুফি খন্দকার রাজীব আহম্মেদ।