কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. সাকিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া কানিকাটা কান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিন গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের (এইচ এসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূইয়ার ছেলে।
নিহত সাকিনের মামা মো. টিটু বলেন, সাকিন কিশোরগঞ্জ সদরের দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে গুরুদয়াল সরকারি কলেজে পড়ালেখা করতো। তবে কি কারণে সাকিন কানিকাটা এলাকায় এসেছিল তা জানা নেই পরিবারে লোকজনের।

স্থানীয় এলাকাবাসী মো. রানা ও রোমান মিয়া বলেন, সকাল পৌনে এগারোটার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন পৌর শহরের কানিকাটা কান্দা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন সাকিন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই মো. ইউনুছ বলেন, সকাল ১১টার দিকে ৯৯৯ নাম্বারে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকৎভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights