কিশোরগঞ্জে বিদ্যালয়ের নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা সিঙ্গের গাড়ি উচ্চ বিদ্যালয়ের এর ম্যানেজিং কমিটির নির্বাচনে নিয়ম বহির্ভূতভাবে পুনরায় তফসিল ঘোষণার বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাড়েরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিভাবক, এলাকাবাসী, দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গনেশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত রায়, ম্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া,অভিভাবক ধনঞ্জয় কুমার রায়, তরণীকান্ত,দুলালী বেগম, লক্ষণ চন্দ্র রায়, অনিল চন্দ্র রায়, সিরাজুল ইসলাম মিলু প্রমুখ।