কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সব শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গুরুদয়াল সরকারি কলেজ, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights