কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের তিনদিন পর কাজল মিয়া (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের মাসুদ মিয়ার মুটি দোকানের ফ্লোর ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। কাজল মিয়া যশাই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক মো. মনিরুল মিয়ার ছেলে।
কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত সোমবার সন্ধ্যায় আমাদের ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর কাজল ফিরে আসেনি। মঙ্গলবার নাহিদের কাছে কাজলের কথা জিজ্ঞেস করি। এ সময় নাহিদ বলেন, কাজল বাড়িতে চলে গেছে। কিন্তু সে সময় কাজল বাড়িতে আসেনি। ২১ ফেব্রুয়ারি মাসুদের মুদির দোকানে কাজলের কিছু কাপড় পাওয়া যায়। তবে সেখানে কাজলকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে বলে স্থানীয়রা জানান। এরপর মাসুদের মুদির দোকানের ফ্লোর ভেঙ্গে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কাজল মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন এলে কাজলের মৃত্যুর কারণ জানা যাবে।