কী ছিল রাশিয়া-আমেরিকার সেই ‘নিউ স্টার্ট’ চুক্তিতে?
আমেরিকার সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরের পর এবং চলমান যুদ্ধের বর্ষপূর্তির মাত্র দু’দিন আগে মঙ্গলবার ভাষণে এ ঘোষণা দেন পুতিন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র (নতুন স্ট্র্যাটেজিক সিস্টেম) যুদ্ধের জন্য প্রস্তুত রাখা এবং নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।
কারা সই করেছিলেন ‘নিউ স্টার্ট’চুক্তিতে
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আমেরিকা ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে এই চুক্তিতে সই করেছিলেন।
কী ছিল সেই চুক্তিতে
চুক্তিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ আমেরিকা ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছিল দুই পরাশক্তি। আগামী ২০২৬ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ ছিল।
এর আওতায় এক দেশের কর্মকর্তারা আরেক দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার পরিদর্শনের সুযোগ পেতেন। তবে ইউক্রেন নিয়ে উত্তেজনার কারণে ওই পরিদর্শন ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল।
বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ রয়েছে রাশিয়া ও আমেরিকার হাতে। নিউ স্টার্ট চুক্তিতে উভয় দেশের সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সুযোগ ছিল। সেই সঙ্গে ৭০০টি মিসাইল ও ভারী যুদ্ধবিমান মোতায়েনের সীমাবদ্ধতা ছিল ওই চুক্তিতে। সূত্র: দ্য গার্ডিয়ান