কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের একটি দল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে। তবে পুলিশের ওই দলটি ইতালি গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে খোঁজ নেওয়া হলে সেখান থেকেও কিছু নিশ্চিত করা হয়নি।

আদেশের তথ্য অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের পাঁচজনের। তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুঁইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন।

মূলত এই কুকুরগুলো পরিচালনায় প্রশিক্ষণ নিতেই ইতালি যাওয়ার কথা পুলিশের। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৯ হাজার ৭২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা) দরে কেনা হচ্ছে এসব কুকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights