কুড়িগ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের অগ্নিদগ্ধ সুফিয়া বেগম (৪০) নামে আহত এক গৃহবধূ মুত্যুবরণ করেছেন। ওই গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মৃত্যু হয়। অগ্নিদগ্ধ গৃহবধূকে গত সোমবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ ওই গৃহবধু হলেন ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রচন্ড ঠান্ডায় নিহত গৃহবধু সোমবার সকালে ঘরের ভেতর সিলভারের পাত্রে চুলার খড়ির আগুনে রান্না করার সময় রান্না ফাঁকে ফাঁকে হাতে দিয়ে তাপ নিচ্ছিলেন। কিছুক্ষণ পর পরনের কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। এসময় প্রতিবেশীরা এসে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এনে ভর্তি করান। সেখানে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights