কুবিতে প্রথমবারের মতো টেডএক্স ইভেন্ট

কুমিল্লা প্রতিনিধি

অন্তর্জাতিক প্লাটফর্ম টেডএক্সের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে এই বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় তার উপর বক্তব্য দেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি কার্যকরী ভিশন তৈরির উপর জোর দিতে হবে এবং মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিং, রেসিলিয়েন্স, এনালিটিক্যাল এবিলিটি বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে এমন ধরনের শিক্ষণ পদ্ধতি ডিজাইন করতে হবে যা অর্থবহ, গঠনমূলক, অথেন্টিক, লাইফ-লং এবং তা শিক্ষার্থীদের এনগেজ করতে সমর্থ্য হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিটিকাল থিংকিং বৃদ্ধির জন্য কোর্সগুলোতে অতিরিক্ত মাত্রায় অ্যাসেসমেন্ট কমানো, বিশেষ করে শেষের দিকে এমসিকিউর পরিবর্তে সামেটিভ অ্যাসেসমেন্ট এবং রচনা লিখা, ক্রিটিক্যাল ইভালুয়েসন, সমস্যা-ভিত্তিক জ্ঞান অর্জনে যা প্রয়োজন তার প্রতি জোর দিতে হবে। সারফেস লার্নিংয়ের পরিবর্তে ডিপ লার্নিংয়ের প্রতি জোর দিতে হবে। শিক্ষকদের ফেসিলিটেটরের ভূমিকা নিতে হবে।
উল্লেখ্য, টেডএক্স একটি টেড-অধিভুক্ত প্ল্যাটফর্ম। টেড হল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা সম্মেলনের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন এবং বিখ্যাত কাজের সাথে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানায়। এই সমস্ত লোকেরা এই ইভেন্টটিকে তাদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা এবং কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে বিশ্বকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে বক্তৃতা দেয়। এই বছর ১৭ এপ্রিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি টেডেক্স ইভেন্ট আয়োজনের জন্য টেড থেকে অনুমোদন পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights