কুমারখালীতে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি:
দেশের বেকারত্ব কমাতে, নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্যোক্তাদের উৎপাদিত পণের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার -২০২৩ আয়োজন করা হয়েছে। “ঐতিহ্যের পর্যটন উদ্ভাবনে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আয়োজন করে।
মেলায় ২০ টি স্টলে কুলফি মালাই, তিলের খাজা, শনপাঁপড়ি, খেঁজুরের গুড়, গাওয়া ঘি, মটকা চা, ফিলিপাইন গ্যান্ডারী, লুঙ্গি, বেডশীট, গামছা, বেড কভার, ফুল ব্যাগ, রঙিন তোয়ালে, জিন্স প্যান্ট, হাতে তৈরি ব্যাগ, হাত পাখা, মাটির তৈজসপত্র, বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছসহ প্রায় ১০০ জন উদ্যোক্তা স্থানীয়ভাবে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু সহ অনেকেই। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। আলোচনা সভা শেষে স্টল গুলো ঘুরেঘুরে পরিদর্শন করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, দেশের বেকারত্ব কমাতে, নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্যোক্তাদের উৎপাদিত পণের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষে মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের ভাগ্যবদল ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তাঁদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করছে প্রশাসন।
জেলা প্রশাসক মোহামম্দ সাইদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা ম্যাপ ও অনলাইন অ্যাপস তৈরির কাজ চলছে। ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা বলেন তিনি।