কুমিল্লায় একাধিক কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল, কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারার ঘটনা ঘটেছে। রবিবার ভোটগ্রহণ শুরু থেকে বেশ কয়েকটি কেন্দ্রে এমন ঘটনা ঘটে। পরে ওইসব কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়।

নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারা এমন তিনটি কেন্দ্রের ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

কেন্দ্রগুলো হলো-উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় ও নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রের ব্যালট পেপারে আগে থেকে নৌকা প্রতীকের সিল মারা ছিল।
একটি ফুটেজে দেখা যায়, দোল্লাই নবাবাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। এসময় ব্যালটে নৌকার সিল দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। বলতে থাকেন ‌‘এগুলো কী হচ্ছে’।

ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, আমরা চান্দিনার অধিকাংশ কেন্দ্রে আগে থেকে জালভোটের খবর পেয়েছি। একটু পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব জানান, আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারার খবর পেয়েছি, সেসব কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে। দোষীদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights