কুমিল্লায় ছাত্র-জনতাকে আশ্রয় দেয়া গ্রামবাসীর জন্য চিকিৎসা সেবা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ড কোটবাড়ি বিশ্বরোডের পাশের বাতাবাড়িয়া গ্রাম। যেখানে জুলাই আন্দোলনে কোটবাড়িতে আহত অনেক ছাত্র-জনতা আশ্রয় গ্রহণ করেন। ছাত্র-জনতাকে আশ্রয় দেয়ার কারণে গ্রামবাসীও নির্যাতিত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সেই বাতাবাড়িয়া গ্রামের সরকারি বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া বাকি ২৬টি ওয়ার্ডেও চিকিৎসা সেবা দেয়া হয়।
এছাড়াও ২৭টি ওয়ার্ডের একটি করে মসজিদে শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এছাড়া শহীদ পরিবারে সঙ্গে সাক্ষাৎ ও কবর জেয়ারত করেন মহানগর কমিটির নেতারা। বিকেলে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ছোট আলমপুর গ্রামে রাতের খাবারের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, ‘বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে যোগদান করেন। কারণ মানুষ মনে করে তরুণ নেতৃবৃন্দ দেশের পরিবর্তন আনতে সক্ষম। তাই আমরা গতানুগতিক কর্মসূচির পরিবর্তে জনগণকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি।’