কুয়াশার কবলে সড়কে ট্রাকচাপায় ২ মটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঘন কুয়াশার কবলে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটার ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার শেষ প্রান্তে কয়ারগাছি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২২) ও একই গ্রামের মিটুল বিশ^াসের ছেলে রাকিব বিশ^াস (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত।
নিহতের স্বজনরা জানায়, সকালে প্রচন্ড কুয়াশার মধ্যেই সকালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে ট্রাকের সাথে দূর্ঘটনায় মারা গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ েেমাহাম্মদ সোহেল রানা বলেন, ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংশুক ইট ভাটার ইটবোঝায় ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights