কুরস্কে ইউক্রেনের আকস্মিক হামলা, পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক
রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ২ জন নিহত হয়েছে।

গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন যে, ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে। এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তের দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে।

কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা ষষ্ঠ দিনে পা দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ২০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে ৭৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে।
মস্কোর কাছাকাছি অবস্থানরত বেলারুশ সেনা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে। কারণ ইউক্রেনের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানরা রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন এবং আগ্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ১৪টি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অন্যান্য অঞ্চলে আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের এই হামলা ক্রেমলিনের দুর্বলতা উন্মোচন করেছে, যা রুশ প্রেসিডেন্ট পুতিন বড় ধরনের উসকানি হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights