কুষ্টিয়ায় বাস উল্টে আহত ২৬

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৬ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের বাস হঠাৎ মহাসড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৬ যাত্রী আহত হন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সন্ধ্যার পর হাইওয়ে পুলিশ র‌্যাকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights