কুষ্টিয়ায় সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা
কুষ্টিয়া প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কুষ্টিয়ায় শিশুদের সঙ্গে বড়দের মতবিনিময় সভা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ সভার আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী শিশু-কিশোররা।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে কাজ করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জেলায় এ জন্য বিভিন্ন কমিটি গঠন করে দেয়া হয়েছে। তিনি বলেন- এ মতবিনিময়ের উদ্দেশ্য হলো নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা। মতবিনিময়কালে বাল্য বিয়ে বন্ধ করতে ১০৯ এ ফোন করা, মাদক থেকে দূরে থাকা, যৌন হয়রানি বন্ধ, ফ্রি ডিএনএ টেস্ট ও শিশুদের স্মার্ট ফোনের ব্যবহার বন্ধের ব্যাপারে আলোচনা হয়।