কুষ্টিয়া-৪ আসনে আবারও নির্বাচনি অফিস ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ আসনে খোকসার একতারপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর হয়েছে। শনিবার সন্ধ্যার পরে দেশীয় অস্ত্রসহ ৩০-৪০ জন দুর্বৃত্ত এসে নির্বাচনি অফিস ভেঙে দেয় বলে জানান আব্দুর রউফের রাজনৈতিক সচিব সালেহীন সেলিম। তিনি বলেন, নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক একতারপুর ইউনিয়নের মজিদ চেয়ারম্যানের নেতৃত্বে হামলাকারীরা রামদা ও বেকি নিয়ে এসেছিল। তারা অফিসের চেয়ার-টেবিল ভেঙে রেখে চলে গেছে।
এ ব্যাপারে নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের নির্বাচন পরিচালনাকারী কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশীদ বলেন, আমাদের কোনো লোক হামলা বা ভাঙচুর করতে যায়নি। তারা নিজেরাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
এ ব্যাপারে খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, ঘটনা শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এ আসনে দুটি পক্ষের মধ্যে এর আগেও ৫টি সংঘর্ষ, হামলা ও নির্বাচননি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে।