কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক চাই না : জামায়াত আমির

জয়পুরহাট প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,‘গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। গণহত্যার বিচার হলে শহীদের আত্মা শান্তি পাবে। আহতরা একটু শান্তি খুঁজে পাবে। ১৮ কোটি মজলুম মানুষ খুশি হবে।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন
জামায়াত আমির।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের জয়পুরহাট জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, তবে হ্যাঁ, সমাজের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। তারা একমাসের ভেতরে দেড় থেকে দুই হাজার মানুষ খুন করলেন। যেনতেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছেন একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়।

তিনি বলেন, তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী ৫ তারিখেই বলে দিয়েছে। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়ো করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আল্লাহ তাআলা যাকে সুযোগ দিবেন, জনগণ যাদের ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায়। প্রয়োজনীয় সংস্কার সাধন করেই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা আব্দুর রহিম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হক, জয়পুরহাটের জামায়াত নেতা হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রকৌশলী আব্দুল বাতেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights