কেন পিএসজির স্কোয়াডে নেই নেইমার-এমবাপ্পে

অনলাইন ডেস্ক

মৌসুমের শুরুর ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। যদিও আগেই জানা গিয়েছিল, পিএসজির শুরুর দিকের ম্যাচগুলোতে থাকবেন না ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।

তবে লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচে দল থেকে বাদ পড়লেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

শনিবার দিবাগত রাত ১টায় মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পে। তিনি ফের পিএসজিতে থাকবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন সে নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

আর শোনা গেছে নেইমারও এবার প্যারিস জায়ান্টদের ঘর ছাড়তে চান। সবমিলিয়ে এই দুই তারকার স্কোয়াডের বাইরে থাকাটাকে অনেকেই রহস্যজনক মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights