কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৭৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৫ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭৪ কোটি ৭৩ লাখ টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ৮৮ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা।

বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, মশিয়ার রহমান রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights