কোহলি কোন চেরাগ পেলেন হাতে?
অনলাইন ডেস্ক
যে বিরাট কোহলি টানা তিন বছর কোনও সেঞ্চুরি পাননি, সেই কোহলিই কিনা গত এশিয়া কাপ থেকে কয়েক মাসের মধ্যেই চারটি শতক হাঁকিয়ে ফেলেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের সেরা ক্রিকেটার এবং সিরিজের সেরার ট্রফি পাওয়ার পর কোহলি আবারও বলেছেন, ‘মানসিকতায় বদলই তাকে ছন্দে ফেরাতে সাহায্য করেছে।’
লঙ্কার বিপক্ষে ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। ২৬৮ ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৪৬তম শতক। আর চারটি করলেই টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে যাবেন।
অথচ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও কোহলি দলকে থেকে ছেটে ফেলার দাবি উঠেছিল। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই সেই দাবি তুলেছিলেন।
পারফর্ম্যান্সের দোহাই দিয়ে একে একে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি। তিন বছর পর কোন জাদুর চেরাগ কোহলি পেলেন হাতে?